বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

Rahim's Education(সাধারণ____জ্ঞান‬)

♦নিবন্ধনের জন্য খুব গুরুত্বপুর্ণ ৬৮টি প্রশ্ন। শেয়ার করে রাখতে পারেন। ..................................................... By>>>>>Abdur Rahim ‪#‎সাধারণ____জ্ঞান‬.... বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান : 1. > প্রাচীনকালে নোয়াখালী ও কুমিল্লাকে বলা হত : সমতট। 2. > মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল : ৮নং সেক্টরের অধীনে। 3. > যে সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাব পান : আব্দুস সাত্তার। 4. > ছিয়াত্তরের মনন্তর হয়েছিল : ১১৭৬ সালে (বাংলা)। 5. > ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় এসেছিল : পর্তুগীজরা। 6. > বাংলার প্রথম স্বাধীন নরপতি : শশাঙ্ক। 7. > বাংলাদেশের যে জেলায় পাট বেশি উৎপন্ন হয় : রংপুর। 8. > যে সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেয়া হয় : অষ্টম। 9. > বাংলাদেশের সংবিধান কার্যকর হয় : ১৬ ডিসেম্বর ১৯৭২। 10. > বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার : বিচারপতি এম.ইদ্রিস। 11. > সংবিধানের যে অনুচ্ছেদ বলে সরকারি কর্ম কমিশন গঠিত হয় : ১৩৭ অনুচ্ছেদ। 12. > সরকারি কর্ম কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান : ড. জিন্নাতুন্নেছা তাহমিদা বেগম। 13. > বাংলাদেশের প্রথম নৌবাহিনীর রণতরী : বিএনএস পদ্মা। 14. > বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার : এ এনএ সাহা। 15. > বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় : গারো পাহাড়। 16. > বাংলাদেশের একমাত্র মুসলমান উপজাতি : পাঙন। 17. > আয়তনে বাংলাদেশের বড় থানা : শ্যামনগর, সাতক্ষীরা। 18. > বাংলাদেশের ‘পশ্চিমা বাহিনীর নদী’ বলা হয় : ডাকাতিয়া বিলকে। 19. > শীতল পানির ঝরণা অবসি’ত : হিমছড়ি পাহাড়। 20. > বাংলাদেশের প্রথম আদমশুমারী হয় : ১৯৭৪ সালে। 21. > ‘জীবনতরী’ হলো একটি : ভাসমান হাসপাতাল। 22. > ‘ময়নামতির’ পূর্ব নাম : রোহিতগিরি। 23. > বাংলার প্রাচীন জনপদের মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ : পুন্ড্র। 24. > বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় : ৭ মার্চ ১৯৭৩ সালে। 25. > বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি : নাজমুন আরা সুলতানা। 26. > ‘মা ও মনি’ হলো : একটি ক্রীড়া প্রতিযোগীতার নাম। 27. > বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী অবসি’ত : কুমিল্লাতে। 28. > বাংলাদেশের প্রথম জাদুঘর : বরেন্দ্র জাদুঘর, রাজশাহী। 29. > বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনষ্টিটিউট অবসি’ত : ময়মনসিংহে। 30. > বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভ্রুণ বদল করা হয় : ৫ মে ১৯৯৫। 31. > বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন : মেজর জেমস রেনেল। 32. > বাংলাদেশের যে দ্বীপে বাতিঘর আছে : কুতুবদিয়া। 33. > বাংলার নাম জান্নাতাবাদ রাখেন : সম্রাট হুমায়ুন। 34. > মুক্তিযুদ্ধকালে যে সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না : ১০ নং সেক্টর। 35. > ঢাকা সেনানিবাস’ মুক্তিযুদ্ধ যাদুঘরের নাম : বিজয় কেতন। 36. > সংসদের কাষ্টিং ভোট বলা হয় : স্পীকারের ভোটকে। 37. > বাংলাদেশের একমাত্র সিকিউরিটি প্রিন্টিং প্রেস : গাজীপুর। 38. > মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর ছিল : ২নং সেক্টরের অধীনে। 39. > বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন : ইলিয়াছ শাহ্। 40. > বাংলাদেশের ক্রীড়া সংগীতের রচয়িতা : সেলিনা রহমান। 41. > বাংলাদেশের সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন : ড. কামাল হোসেন। 42. > উপমহাদেশে রেল চলাচল শুরু হয় : ১৮৫৩ সালে। 43. > চিম্বুক পাহাড়ের পাদদেশে বাস করে : মারমা উপজাতি। 44. > মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত : সেগুনবাগিচা, ঢাকা। 45. > ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় : ৬ ডিসেম্বর ১৯৭১। 46. > স্বাধীনতার প্রথম ডাকটিকিটে ছিল : বাংলাদেশের মানচিত্র। 47. > পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় : ২ ডিসেম্বর ১৯৯৭। 48. > বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন : কুদরত-ই- খুদা কমিশন। 49. > বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ : সেন্টমার্টিন। 50. > ‘সোনারগাঁও’ এর পুরাতন নাম : সুবর্ণগ্রাম। 51. > মায়ানমার এর সাথে বাংলাদেশের সীমান- রয়েছে : ৩টি জেলার। 52. > বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য : ৭১১ কি. মি.। 53. > তেভাগা আন্দোলনের নেত্রী : ইলা মিত্র। 54. > লালবাগ কেল্লা নির্মাণ করেন : শায়েস্তা খান। 55. বিগত পরীক্ষার প্রশ্ন: 56. > বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনষ্টিটিউট অবস্থিত : ঈশ্বরদী। 57. > বাংলাদেশের পোস্টাল একাডেমী অবস্থিত : রাজশাহী। 58. > ঢাকায় বাংলার সর্বপ্রথম রাজধানী হয় : ১৬১০ সালে। 59. > হরিপুরে তেলক্ষেত্র আবিষকৃত হয় : ১৯৮৬ সালে। 60. > বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম : শেখ মুজিবুর রহমান। 61. > বাকল্যান্ড বাঁধ যে নদীর তীরে অবস্থিত : বুড়িগঙ্গা। 62. > দহগ্রাম ছিটমহল যে জেলায় অবস্থিত : লালমনিরহাট। 63. > বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন : সম্রাট আকবর। 64. > মিশুকের স্থপতি : হামিদুজ্জামান খান। 65. > ‘মুজিব নগর’ অবস্থিত : মেহেরপুর জেলায়। 66. > ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ হলো : বঙ্গোপসাগরের একটি খাদ্যের নাম। 67. > বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় : ১৯৫৫

Rahims education(4 related think)


# ___৪নিয়ে__যত__কথা একত্রে টেকনিকেমনে রাখুন :

By>>>>>>Abdur Rahim
…………………………………………………

√→ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের
মনোগ্রামে/জাতীয় প্রতীকে- ৪টি তারকা
আছে
√→গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
দিবস -৪ নভেম্বর
√→জনসংখ্যায় মুসলিম বিশ্বে বাংলাদেশের
অবস্থান- ৪র্থ
√→বাংলাদেশ সংবিধানের মূলনীতি -৪টি
(ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও
সমাজতন্ত্র)
√→রাষ্ট্র গঠিত হয় -৪টি উপাদান নিয়ে
(জনসমষ্টি, সরকার, নির্দিষ্টি ভূখন্ড ও
সার্বভৌমত্ব)
√→ বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্রেয় সংখ্যা
-৪টি (বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী ও
সিলেট)
√→ বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য -৪.৮ কি.মি.
√→ সিলেট বিভাগে জেলা আছে- ৪টি
(সিলেট,মৌলভীবাজার,হবিগঞ্জ ও
সুনামগঞ্জ)
√→ মানুষের দেহে শতকরা খনিজ লবণ থাকে
-৪
√→ ভাগ রক্তের গ্রপ- ৪টি ( A, B, AB এবং O )
√→ মুক্তিযুদ্ধে অবদানের জন্যবাংলাদেশ
রাষ্ট্রীয় পুরস্কার দেয়- ৪টি (বীরশ্রেষ্ঠ,
বীরউত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক)
√→ বীর প্রতীক সেতারা বেগম মুক্তিযুদ্ধে- ৪
নং সেক্টরে ছিলেন (সিলেট)
√→ দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন
বাণিজ্যিক ব্যাংক- ৪ টি
√→ দেশে সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় আছে-
৪ টি
√→ বাংলাদেশে কৃষি শুমারী হয়েছে -৪ বার
(১৯৭৭,১৯৮৬,১৯৯৭,২০০৮)
√→ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের
মেয়াদকার – ৪ বছর
√→ যুক্তফুন্টে (১৯৫৪) রাজনেতিক দলের
সংখ্যা -৪টি (আওয়ামীলীগ, কৃষকশ্রমিক
পার্টি,নেজাম এ ইসলাম ও বামপন্থী
গণতন্ত্রী)
√→ উৎসব অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের – ৪
চরণ বাজানো হয়
√→ কোন দেশের সংবাদপত্রকে বলা হয়- ৪র্থ
রাষ্ট্র
√→ প্রধান আসমানী কিতাবের সংখ্যা ৪টি
(তাওরাত, যাবুর, ইঞ্জিল ও কুরআন)
√→ আরব ইসরাইল যুদ্ধ এ পর্যন্ত হয় – ৪ বার
(১৯৪৮,১৯৫৬,১৯৬৭,১৯৭৩)
√→ মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস
-৪ জুলাই
√→ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদ-৪
বছর
√→ কমনওয়েলথ গেমস/বিশ্বকাপ ফুটবল/
বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় ৪ বছর পর পর
√→ এশিয়ান গেমস/ অলিম্পিক গেমস অনুষ্ঠিত
হয় ৪ বছর পর পর
√→ অব্যয় পদ ৪ প্রকার (সমুচ্চয়ী, অনস্বয়ী,
অনুসর্গ ও অনুকার বা ধ্বনাত্নক অব্যয়)
√→ বাংলা স্বরধ্বনিতে হ্রস্বস্বর আছে ৪টি
(এ,ঐ, ও, ঔ)
√→ বাংলা বাক্যের শেষে ব্যবহৃত হয় এমন
বিরাম চিহ্নের সংখ্যা ৪টি (দাঁড়ি, দুই দাঁড়ি,
প্রশ্নবোধক চিহ্ন ও বিস্ময়সূচক চিহ্ন)
√→ তৎসম এবং বাংলা উভয় ক্ষেত্রেই অভিন্ন
উপসর্গ রয়েছে -৪টি (সু, বি, নি, আ)
√→মানুষের হৃদপিন্ড- ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট
( ডান ও বামঅলিন্দ এবং বাম নিলয়)
√→পানির ঘণত্ব সবচেয়ে বেশি- ৪ ডিগ্রি
সে. তাপমাত্রায়
√→বায়ুমন্ডলের স্তর – ৪টি (ট্রপোমন্ডল,স্ট
্রাটোমন্ডল,মেসোমন্ডল ও তাপমন্ডল)
√→DNA গঠিত হয় -৪টি উপাদান দিয়ে
( এডিনিন, গুয়ানিন, থায়ামিন ও সাইটোসিন)

ভোকাবুলারি


ফেব্রুয়ারী মাসের The Daily Star সম্পাদকীয় থেকে সব ভোকাবুলারি একসাথে ।

. . By > >>> Abdur Rahim Akash

Abatement:উপশম, হ্রাস (Alleviation, Reducing) 
Abduct:অপহরণ করা 
Abetted:সাহায্য করা 
Abeyance:স্থগিতাবস্থা, অপ্রয়োগ 
Ably:দক্ষতার সহিত 
Abridgement:সীমাবদ্ধতা 
Abroad:বিদেশে 
Absence:অনুপস্থিতি 
Absolve:মুক্তিদান করা (Rescue from sin) 
Abuse:অপব্যবহার 
Access:প্রবেশ, সুবিধা 
Accommodate: উপযোগী করা, মেনে নেওয়া (Adapt, Compromise) 
Accompanied:অনুষঙ্গী 
Accord : মিল, সঙ্গতি, ঐকতান (Harmony, Compatibility) 
Accountable:দায়ী 
Accumulation:আহরণ, সংগ্রহ, সঞ্চয় 
Acknowledge:স্বীকার করা 
Adding:যোগ 
Address: চিহ্নিত করা। 
Adequate:পর্যাপ্ত 
Adequate:পর্যাপ্ত 
Ad-hoc: কোন বিশেষ উদ্দেশ্যে বা প্রয়োজনে গঠন 
Adjacent:সন্নিহিত, সংযুক্ত (Adjoining, abutting) 
Adopt:গ্রহণ করা, অবলম্বন করা 
Adulteration:ভেজাল 
Adverse:প্রতিকূল 
Adversely:বিরূপভাবে, প্রতিকূল (Hostile, unfavorable) 
Adversely:বিরূপভাবে। 
Affirmative:সম্মতিসূচক, ইতিবাচক (Validation) 
Afford:সামর্থ্য 
Aggressiveness: আক্রমণাত্বক 
Albeit:যদ্যপি, যদিও 
Allot:বাঁটা, নির্দিষ্ট করা, বণ্টন করা। 
Along With:সহ, সাথে 
Ambiance:পরিবেশ 
Ambit:পরিধি, সীমা 
Amicable:বন্ধুত্বপূর্ণ 
Ample:প্রশস্ত, প্রচুর, পর্যাপ্ত (Spacious, Plenty, Adequate) 
Amply:পর্যাপ্তভাবে 
Ancillary:সহায়ক 
Animosities:শত্রুতা, বিদ্বেষ। 
Anomaly:ব্যত্যয়, অসংগতি, অস্বাভাবিক (Incongruity, inappropriateness) 
Apparently:আপাতদৃষ্টিতে 
Appeal:আবেদন 
Appeal:আবেদন, আকর্ষণ 
Appeared:হাজির করা, দৃষ্টিগোচর হওয়া, সম্মুখে আনা (To come or be in sight) 
Appreciate:তারিফ করা, প্রশংসা করা, 
Arbitrarily:ইচ্ছামত 
Arguably:তর্কসাপেক্ষ(debatably, defensibly) 
Arguing:তর্ক করা 
Array:শ্রেণীবিন্যাস, সুবিন্যস্ত করা 
Arresting:আশ্চর্যজনক, বিস্ময়কর, অদ্ভূত 
Arrogance:দাম্ভিকতা (Conceit, pride, egoism) 
Assault:হামলা (attack, onfall) 
Assaulter:হামলাকারী 
Assert:জাহির করা 
Assertion:কথন, দাবি, বিবৃতি ( Statement, Claim, Demand) 
Assessment:মূল্যায়ন 
Asset:সম্পদ 
At The end of the day:সর্বশেষে, 
ATM : Automated Teller Machine 
Attendant: সঙ্গী, পরিচারক। 
Attest:প্রত্যায়ন করা, সাক্ষ্য দেয়া 
Attribute:গুণ, চিহ্ন, লক্ষণ 
Audacity:স্পর্ধা (Courage, mettle) 
Audacity:স্পর্ধা, সাহস। 
Autism:বহির্বিমুখিতা, আত্বমগ্নতা রোগ ( medical: a condition or disorder that begins in childhood and that causes problems in forming relationships and in communicating with other people) 
Avoidable:পরিহার্য, এড়ানো সম্ভব এমন। 
Backtrack:প্রত্যাখ্যান করা, ছেড়ে দেওয়া 
Bad apple :খারাপ বা মন্দ লোক। 
Barbarism:বর্বরতা (Beastliness) 
Barrier:বাধা, অন্তরায় (Obstacle, Hindrance) 
Barring: বাধা, ব্যতীত 
Baton:রূল, পুলিশের লাঠি। 
Behavioural:আচরণগত 
Bereaved: প্রিয়জন হারানোর বেদনা (Bereftl 
Bevies:পক্ষীর ঝাঁক, দল, মহিলাদের দল 
Beyond:ছাড়াইয়া, বাহিরে 
Bidding:আদেশ 
Blowing : প্রবাহ 
Bond: বন্ধন, সম্পর্ক, ঋণপত্র 
Breach:লঙ্ঘন (Fasting, fracture, contravention) 
Breadwinner:পরিবারের জীবিকার্জক 
Bring To Book:শাস্তি দেওয়া 
Brunt:ধকল, ধাক্কা 
Brutality:বর্বরতা 
Brutality:বর্বরতা 
Brutality:বর্বরতা 
Brutally:নৃশংসভাবে 
Buffer: নির্বোধ ব্যাক্তি। 
Bullying:পীড়ন করা, 
Burden:বোঝা 
Buried : কবর দেয়া 
Byproduct:উপজাত 
Call Up: সনির্বন্ধ অনুরোধ করা। 
Capricious:খামখেয়ালী 
Carriageway:রাস্তার যে অংশ দিয়া যানবাহন চলাচল করে 
Carry Out:সম্পন্ন করা 
Carry Out:সম্পন্ন করা 
Certain:নির্দিষ্ট 
Characteristics:বৈশিষ্ট্য 
Circulation:প্রচলন 
Circumstance:পরিস্থিতি 
Circumstance:পরিস্থিতি 
Circumvent: পরিবেষ্টন করা, ফাঁদে ফেলা 
Claim:দাবি 
Client:মক্কেল, ক্রেতা (buyer, customer) 
Cognizable:জ্ঞাতব্য, বোধগম্য। 
Cohorts:দল, বাহিনী 
Coincide:মিলিত হওয়া 
Cold Blood:ঠাণ্ডা মাথায় 
Collapse:পতন, ভেঙে পড়া (Fall, Downfall, Droop) 
Collusion : নির্লজ্জতা, ধৃষ্টতা 
Combat:বিরোধিতা করা, সংগ্রাম করা ( Fight, Resist) 
Combat:বিরোধিতা করা, সংগ্রাম করা ( Fight, Resist) 
Comfort : স্বন্তনা, স্বস্তি। 
Comfortable:আরামদায়ক 
Commemoration:স্মৃতিরক্ষা, উদযাপন 
Compensation:ক্ষতিপূরণ (Indemnification) 
Competence:কর্মদক্ষতা 
Completion:সম্পূর্ণতা, সমাপ্তি অবস্থা 
Complex:জটিল 
Complicated:জটিল 
Comprehension:ধী, বোধশক্তি ( Intellectuality, Perceptibity) 
Comprehensive:ব্যাপক, বিস্তীর্ণ 
Compromise:আপস 
Concern:উদ্বেগ 
Concerned:উদ্বিগ্ন 
Concerned:উদ্বিগ্ন, জড়িত 
Concerted:সমন্বিত 
Concrete: বাস্তব, অনুভবনীয় (Tangible, Physical) 
Concur:একমত হত্তয়া (Agree, Go with) 
Condensation:ঘনীভূতকরণ, জমাট বাধা 
Condolence:দু: খপ্রকাশ 
Conducted:পরিচালিত 
Confession:স্বীকারোক্তি 
Conscience:বিবেক 
Conscience:বিবেক 
Conservation:সংরক্ষণ 
Consistent:সংগতিপূর্ণ 
Consistent:সংগতিপূর্ণ, দৃঢ় 
Consistently:ধারাবাহিকভাবে 
Constant:ধ্রুব, নিত্য, নিয়মিত। 
Constructive:গঠনমূলক 
Contamination:দূষণ 
Contradiction:অসঙ্গতি 
Convalesce:ক্রমে সুস্থ হওয়া 
Convenience:সুবিধা 
Cooperate:সহযোগিতা করা 
Coordinate:তুল্য, মিলিত করা, সমশ্রেণীভুক্ত করা 
Coordination:সমন্বয় 
Cop:পুলিশ 
Cop:পুলিশ 
Cope With: মেনে নেওয়া 
Corrupt:দুর্নীতিগ্রস্ত 
Counter:পাল্টা, বিরুদ্ধে (At variance) 
Countermeasure:প্রতিব্যবস্থা 
Countless:অগণিত, অসংখ্য (Immense, Unlimited) 
Couple:দম্পতি 
Covere:আচ্ছাদন করা, ঢাকা দেওয়া (Shield, Abet) 
Credit: A credit card is a payment card issued to users (cardholders) as a method of payment. It allows the cardholder to pay for goods and services based on the holder's promise to pay for them. 
Criminally : ফৌজদারি বিধি অনুযায়ী 
Crowd:ভিড় 
Cruelty:নিষ্ঠুরতা 
Culpable:নিন্দনীয় (Condemnable, reprehensible) 
Culprit:অভিযুক্ত ব্যক্তি 
Deadline:নির্দিষ্ট সময়সীমা 
Deadlines:সময়সীমা 
Deal with: To take action with respect 
Dealt:মোকাবিলা 
Debit: Debit cards draw money directly from your checking accocunt when you make the purchase. 
Decent: শোভন, বেশ ভালই, উপযক্ত (Suitable, Polished) 
Dedicate: সমর্পণ করা, উৎসর্গ করা। 
Dedicate:সমর্পণ করা, উৎসর্গ করা ( Devote) 
Deem:বিবেচনা করা (Take into consideration, look on) 
Defile: নোংরা করা, অপবিত্র করা,গিরিসঙ্কট(Begrime, contaminate) 
Degeneration:পতন 
Degeneration:পতন, ক্ষয় 
Degradation:অবনতি, ক্ষয়, পতন। 
Delay:বিলম্ব 
Demand:চাহিদা 
Demeanour:হাবভাব, চালচলন, আচরণ। 
Demonstrate:প্রদর্শন করা 
Denude:নগ্ন করা, উন্মুক্ত করা। 
Deny:অস্বীকার করা, অগ্রাহ্য করা (Ignore, Override) 
Departed:অন্তর্হিত, প্রয়াত 
Deploy:স্থাপন করা, প্রসারিত করা। 
Deprave:দূষিত করা (Deflower, Desecrate) 
Deserve:প্রাপ্য, যোগ্য (worth, fit) 
Desperately:নিদারুণভাব 
Despicable:ঘৃণ্য 
Destination:গন্তব্য 
Destruction:ধ্বংস, ক্ষয় 
determine : নির্ধারণ করা। 
Deviation: ত্রুটি বিচ্যুতি, পথভ্রষ্টতা 
Diabolic:নারকীয় 
Diet:আহার, খাদ্য 
Dignified:মহৎ 
Dignity:মর্যাদা (Honor, Prestige) 
Diluted:মিশ্রিত হওয়া, 
Direction:অভিমুখ, দিক, নির্দেশনা 
Disability : বিকলাঙ্গতা, (Crippledom, Weakness) 
Disaster:দুর্যোগ (Inversion, Turnover) 
Discriminate:পক্ষপাতমূলক, বৈষম্য মূলক আচরণ 
Discrimination:বৈষম্য 
Disengage:সরে আসা, আলাদা করা 
Disgust:বিতৃষ্ণা, ঘৃণা (Phobia, Hate) 
Disheartening:হৃদয়ভঙ্গ করা, মনোবল ভঙ্গ করা, নিরুৎসাহিত করা ( Depress, discourse) 
Display:প্রদর্শন 
Dispute:বিতর্ক 
Disregard:উপেক্ষা (Neglect, Contempt) 
Disregard:উপেক্ষা, অবজ্ঞা (Neglect, Disdain) 
Disseminate:প্রচার করা 
Disseminating:প্রচার করা (Proclaim, Disclose) 
Dissipate: ছড়িয়ে দেয়া, ক্ষয় করা 
Distinguished: বিশিষ্ট, স্বতন্ত্র, খানদানি। 
Domestic:গার্হস্থ্য, পারিবারিক 
Downplay : গুরুত্ব না দেয়া 
Draft:খসড়া 
Dramatically:নাটকীয়ভাবে 
Drive: পরিচালনা করা, (Operate, Carry on) 
Duplicate:প্রতিলিপি, নকল 
Dweller:অধিবাসী 
Earthwork:বাঁধ, মাটি দ্বারা তৈরী কাঠামো। Contractor:ঠিকাদার,( leaseholder, undertaker) 
Ecology:বাস্তব্যবিদ্যা, বাস্তুসংস্থান(The branch of biology dealing with the relationships of organisms with their environment and with each other) 
Efficiency: কার্যকারিতা, দক্ষতা 
Eke Out: অর্জন করা, লাভ করা। 
Ekushey Book Fair 
Eliminate : বাদ দেয়া, পরিত্যাগ করা 
Elimination:বর্জন(Exclusion, Boycott) 
Embodies: যুক্ত করা, বাস্তবরূপ দান করা 
Emerge:উত্থান করা, স্পষ্ট হয়ে উঠা। 
Eminent:বিশিষ্ট (Prominent, famous) 
Emphasis:জোর দেওয়া, 
Endeavour:উপক্রম, প্রচেষ্টা, উদ্যম 
Enhance:উন্নত করা 
Enhance:উন্নত করা, বৃদ্ধি করা ( Amplify, promote) 
Ensure foolproof security 
Entrance:প্রবেশপথ 
Entrusted:ন্যস্ত, নিহিত 
Envision:কল্পনা করা 
Equipped:সজ্জিত, প্রস্তুত ( Furnished, Prepared) 
Equipping:প্রস্তুত করা 
Eroding:ক্ষয় করা 
Errant: অমার্জিত, অসভ্য, নিষ্ঠুর। 
Errant: অসভ্য, বর্বর
Errant: অমার্জিত, অসভ্য, নিষ্ঠুর। 
Errant: অসভ্য, বর্বর 
Escalation: ধাপে ধাপে বৃদ্ধি পাওয়া। 
Escort:সহচর 
Escort:সহচর 
Essence:সারমর্ম (Extract, Gist) 
Essence:সারমর্ম, ভাব, নির্যাস। 
Estimate:হিসাব, গণনা। 
Eternally:শাশ্বতভাবে 
Ethically:নীতিগত 
Ethnic:জাতিগত 
Ethnicities:জাতি 
Evict:উচ্ছেদ করা ( demolish, root out) 
Eviction:উচ্ছেদ (Displacement, Eradication) 
Evident:প্রতীয়মান, স্পষ্ট 
Exacerbate:বর্ধিত করা, তিক্ত করা, বিরক্ত করা। 
Exceptional:ব্যতিক্রমী 
Excessive:অত্যধিক 
Expected:প্রত্যাশিত 
Expedite:সুবিধাযুক্ত করা, ত্বরান্বিত করা। 
Expensive:দামী 
Exploit:কাজে লাগান ( take advantage of, utilize) 
Explosion:বিস্ফোরণ 
Exposure:প্রকাশ 
Express: প্রকাশ করা। 
Extinction:বিলোপ্তি 
Extinction:বিলুপ্তি, (Destruction, Finishing) 
Extortion:জোর পূর্বক আদায়, অন্যায় দাবী 
Extract:নির্যাস, জোরপূর্বক আদায় করা। 
Extraction:নিষ্কাশন 
Extrajudicial:বিচারালযের অধিকারভুক্ত নয় এমন 
Extremely:অত্যন্ত 
Extremism:চরমপন্থা 
Eye Opener: বিষ্ময়করভাবে কোন কিছু শিক্ষা দেয়া বা দেখানো।
Fabric: গঠন 
Facilitate:সহজতর করা 
Facilitate:সহজতর করা 
Fairs:মেলা 
Fallen:পতিত 
Fame:খ্যাতি 
Favour:আনুকূল্য 
Fearlessly:নির্ভয়ে 
Fed:প্রতিপালিত করা, খাওয়ানো 
Feedback:প্রতিক্রিয়া 
Felling:পতন ঘটান, 
First And Foremost:সবচেয়ে গুরুত্বপূর্ণ 
Fitting: মানানসই, যথাযথ, জুতসই 
Flawed:ভ্রান্ত 
Flouting: বিদ্রুপ, অবজ্ঞা 
Flouting:বিদ্রুপ করা 
Follow:অনুসরণ করা 
Foolproof:অব্যর্থ, (Infallible) 
Force:বল, শক্তি (Strength, Cohort, Battalion, Band) 
Fore:সম্মুখ 
Foreigner : বিদেশি ( Alien, Stranger) 
Frank:অকপট, স্পষ্ট, খোলাখুলি ( Outspoken, straightforward) 
Fraud:জালিয়াতি (deceit, trickery, hoky-poky, imposture) 
Fraudulent:প্রতারণাপূর্ণ 
Fritter Away:নষ্ট করা 
Frustrate: হতাশ হওয়া (Disappointed, melancholy) 
Frustration: হতাশা, নিরাশা (Disappointment, Dejection) 
Fuel:জ্বালানি 
Geology:ভূতত্ত্ব 
Glaring : জ্বলন্ত, জ্বলজ্বলে(Ardent, glowing) 
Glimmer:আভাস 
Glorious:প্রসিদ্ধ, মহিমান্বিত। 
Go Out:শেষ হত্তয়া, ত্যাগ করা, ছেড়ে যাওয়া 
Goon : বোকা, নির্বোধ, মূর্খ। 
Grace:অনুগ্রহ 
Gracious:কৃপাময়, করুণাময় Pathetic, merciful) 
Gradual:ধীরে ধীরে, ক্রমাগত 
Grapple:কুস্তি করা, সংগ্রাম করা। 
Gratitude:কৃতজ্ঞতা 
Gridlock:জট 
Grievance:অভিযোগ, ক্ষোভ ( Complaint, Discontent) 
Grievous:যন্ত্রণাদায়ক 
Grind:কর্ণপীড়াদায়ক শব্দ, 
Gross:স্থূল, মোটা, সম্পূর্ণ। 
Groundwork:বনিয়াদ, ভিত্তি। 
Grownup:সাবালক, বয়স্ক। 
Guaranteed:নিশ্চিত 
Hacked to death: জখম করে হত্যা করা। 
Hamstring : কোন কিছু করার সামর্থ্য 
Hand down: দেয়া 
Handful:অল্প সংখ্যা (Capful)থাবা 
Harassment:হয়রানি (Vexation, embarrassment) 
Harmonise:মিল করা, একতান করা 
Harsh:বাঁকা, কর্কশ 
Harshest:কঠোর (Severe, Crucial, Stern) 
Haunt: হানা দেয়, আধার 
Hazard:বিপত্তি 
Hazardous:বিপজ্জনক 
Hazardous:বিপজ্জনক 
Heinous:জঘন্য 
Heritage:ঐতিহ্য 
High Hand:কঠোর হওয়া 
Hinder:পশ্চাদ্বর্তী, বিঘ্ন ঘটানো। 
Hip: প্রগতিবাদী, কেতাদুরস্ত 
Homework:প্রস্তুতিপর্বের কাজ 
Honk:ভেঁপু 
Horrendous:ভয়ঙ্কর (Gruesome, Horrific) 
Horrific:ভয়ঙ্কর 
Horrific:ভয়ঙ্কর 
Horrifying:আতঙ্কিত করা 
Horror:ভয় 
Hunger:ক্ষুধা, খাদ্য চাহিদা 
Idle:অলস 
Imbibe:হজম করা, মন দ্বারা গ্রহণ করা (Apperceive) 
Immediate:আশু, অবিলম্ব, শিগ্রই 
Impact:প্রভাব (Influence, collide) 
Impair:দুর্বল করা, ক্ষতিসাধন করা। 
Impediment:অন্তরায় 
Impel:সক্রিয় করা, অনুপ্রাণিত করা ( Activate, Inspire, Encourage) 
Imperative:অনুজ্ঞাসূচক, আবশ্যক। 
Impinge:চড়াও হওয়া (Light into) 
Implement:বাস্তবায়ন 
Implementation:রূপায়ণ, প্রয়োগ 
Impoverished:নি:স্ব, দরিদ্র (Poor, Bankrupt) 
Impunity:অব্যাহতি 
Impunity:অব্যাহতি, মুক্তি 
Incapacitated:অক্ষম করা 
Inception:শুরু, সূত্রপাত। 
Incessant:নিরবচ্ছিন্ন, বিরামহীন, অবিরত 
Incline: প্রবর্তিত করা, নিয়ে আসা 
Inclusive:সমেত, অন্তর্ভুক্তিকর 
Incorporate: সংঘবদ্ধ করা, দেহহীন 
Incumbent:, আরোপিত, শায়িত্ব 
Independent:স্বাধীন, স্বতন্ত্র 
Indigenous:দেশজ, দেশীয় 
Indignation:ধিক্কার, ঘৃণামিশ্রিত ক্রোধ 
Induced: প্ররোচক 
Induced:প্রবৃত্ত 
Indulge:চরিতার্থ করা, অনুগ্রহ করা ( Deign, gratify) 
Inevitably:অবধারিতরূপে, অপরিহার্যভাবে। 
Inexplicable: ব্যাখ্যাতীত, অবক্তব্য ( Indescribable) 
Inflict: মারা, শাস্তি প্রদান করা 
Informant:সংবাদদাতা 
Infrastructure: অবকাঠামো
Infrastructure: অবকাঠামো 
Infuriate:ক্ষিপ্ত (anger, distraught , incense) 
Inherent:সহজাত 
Inhumanly :অমানবিকভাবে 
Initiative:উদ্যোগ 
Inquiry:তদন্ত 
Install : স্থাপন করা, বসানো 
Instinctive:স্বভাবজাত, সহজাত 
Insult:অপমান, অসম্মান (affront, offend, slight) 
Integrity:সততা 
Intensity:প্রখরতা 
Intensive:তীব্র 
Intervention:মধ্যস্থতা 
Intrinsically: স্বাভাবিকভাবে। 
Invest:ঢালা, বিনিয়োগ করা 
Investigating:অনুসন্ধানী, তদন্তকারী 
Investigation:তদন্ত 
Invoke:ডাকা, আহবান করা ( Call, summon, Bid) 
Justly:যথাযথরূপে 
Kidnaping: তুলে নিয়ে যাওয়া 
Landlord:বাড়িওয়ালা 
Lapses:ভ্রষ্টতা, ত্রুটি বিচ্যুতি, অক্ষমতা ( Defects, Disability) 
Last But Not Least:যদিও সর্বশেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় 
Lately:ইদানীং 
Latter: পরবর্তী, আধুনিক 
Laudable:প্রশংসনীয় (Start, Commence, Originate) 
Launch: আরম্ভ করা, চালু করা। 
Lay By:পৃথক্ করিয়া রাখা 
Leak:ফুটো, ছিদ্র (Aperture, Hole) 
Leash:শিকল, বাধা ( Tether, chain) 
Leash:শিকল, বন্ধন। 
Leave No Stone Unturned:চেষ্টার ত্রুটি না করা, আপ্রাণ চেষ্টা করা। 
Limitation:সীমাবদ্ধতা 
Literally:আক্ষরিক, সরাসরি 
Livelihood:জীবিকা 
Maddening:উন্মাদ করা, ( Excitiing, provoking) 
Maintenance:রক্ষণ (Protection, Defense) 
Maintenance:রক্ষণ, পালন (Protection, Custody) 
Malady:রোগ, ব্যাধি। 
Malaise:অস্বাচ্ছন্দ্য বোধ 
Malfunction: ব্যর্থতা 
Malnutrition:অপুষ্টি 
Malpractice:কদাচার, অন্যায় আচরণ, অন্যায় পদ্ধতি ( misconduct) 
Manifest:উদ্ভাসিত করা, স্পষ্ট করা 
Manpower:কাজ করার শক্তি, মনুষ্য শক্তি 
Massive:গুরুভার 
Meanwhile:এদিকে, ইতিমধ্যে, ইত্যবসরে 
Measure:পরিমাপ, উপায় 
Merchandise:পণ্যদ্রব্য (Commodities, Goods) 
Mercilessly:নির্দয়ভাবে 
Mere:নিছক 
Merely:নিছক, একমাত্র, কেবল। 
Mindset: মনোভাব 
Mindset:মনোভাব 
Miscalculated:ভুল হিসাব করা 
Misread:ভুল ব্যাখ্যা করা, ভুল পাঠ করা 
Mistress: গৃহিণী, স্ত্রী 
Mockery:বিদ্রুপ 
Molecule:অণু 
Monger:বিক্রেতা 
Monitoring:পর্যবেক্ষণ 
Morsel:গ্রাস, খাদ্যের টুকরো। 
Motivation:প্রেরণা 
Motto:নীতিবাক্য, (Watchword, slogan) 
Multiplier:বহুগুণক 
Municipality:পৌরসভা 
Murky: রহস্যময়, অস্পষ্ট 
Nascent:জায়মান, বর্ধমান (Rising, vegetative) 
Necessitate:অবশ্যম্ভাবী করা, অপরিহার্য করা, বাধ্য করা 
Nodal:সংযোগস্থল, জোট 
Norm:আদর্শ 
Norm:আদর্শ 
Notably:লক্ষণীয়ভাবে 
Now:এখন, অবস্থা 
Obligation:দায়, দায়িত্ব ( Duty, Responsibility, Liability) 
Observance:রীতি, ক্রিয়া ( Practice, Custom) 
Obtained:প্রাপ্ত 
Occupant:দখলকারী 
Occupation:দখল (Grab, Control) 
Occupational:পেশাগত, ব্যক্তিগত (Vocational) 
Oddly:অদ্ভুতভাবে 
Oppression:নিপীড়ন, অত্যাচার (Torture, Repression) 
Ordinance:অধ্যাদেশ 
Outfit:দল 
Outrage: অপমান করা, অত্যাচার করা, (Insult, blaspheme) 
Outraged:অপমানিত, অত্যাচারিত 
Overcome: অতিক্রম করা, জয় করা (Exceed, Win) 
Overcrowded:জনাকীর্ণ 
Overdue:বিলম্বিত 
Overdue:বিলম্বিত 
Overloaded: অত্যধিক বোঝাই করা 
Overlook:তত্ত্বাবধান করা 
Overrun: বিস্তৃত হওয়া, পদদলিত করা (Expand, amplify) 
Oversee:তত্ত্বাবধান করা 
Parental:পিতামাতার 
Participatory:অংশগ্রহণমূলক 
Passion: প্রচন্ড আবেগ (Strong emotion) 
Pathetic: মর্মস্পর্শী, (Impressive, Apealing) 
Patron: পৃষ্ঠপোষক, (benefactor, well-doer) 
Patronize:রক্ষা করা 
Pavement:ফুটপাথ, ফাকা রাস্তা 
Pedestrian:পথচারী 
Penalised:দণ্ডিত 
Perforation:ছিদ্রাবলী 
Permissible:অনুমোদনযোগ্য 
Perpetrator:অপরাধী 
Perpetrator:অপরাধী 
Pervasive:পরিব্যাপক, ব্যাপ্তি (Extending, Range) 
Phenomena:ঘটনা, ব্যাপার, বিষয় 
Pioneering: অগ্রগামী, অগ্রণী ( Precursorive, preceding) 
Pique:বিরূপতা, মান 
Plague: মহামারি 
Plagued by : আক্রান্ত হওয়া 
Pledge:অঙ্গীকার 
Plethora:আধিক্য (Abundance, Excess) 
Plight: সঙ্কটাপন্ন দশা, অঙ্গীকার ( A dire situation) 
Plunder:অপহরণ, লুঠ করা 
Pluralist:নানাত্ববাদী, বহুত্ববাদী 
Poetry : অঙ্কিত করা, ভাষায় বর্ণনা করা। 
Poignant:গ্লানিকর, মর্মভেদী (Distressful, moving) 
Point Out:ইঙ্গিত করা 
Police(Verb): মার্জিত করা, পরিস্কার করা(Cleanse, Scour) 
Police-Requisitioned : পুলিশ সংবলিত 
Pool:পুকুর, একত্রিকরণ, মিলন 
Populace:জনসাধারণ 
Posed:জাহির করা, প্রশ্ন তোলা 
Potential:সম্ভাব্য 
Precious:বহুমূল্য (Valuable) 
Precisely:অবিকল, সঠিকভাবে 
Premature:অকাল (Unseasonable, Ill-timed) 
Premises: ভূমি, পূর্বানুমান। 
Preserve:বাঁচাইয়া রাখা, সংরক্ষিত করা ( Protect, Maintain)
Prevalance:সাফল্য 
Prey:লুঠ,শিকার বলি 
Pride:গর্ব, অহংকার, দম্ভ ( Arrogance, Boast, Bounce) 
Proactive:প্ররোচক 
Probe: অনুসন্ধান ও পরিক্ষা করা 
Productive:উত্পাদনক্ষম, কার্যক্ষম 
Promulgate:প্রচার করা 
Proper:সঠিক 
Protection:রক্ষা (Save, Defence) 
Provision:বিধান, নিয়ম, ব্যবস্থা (Rule, Regulation, Law) 
Provision:বিধান, নিয়ম, ব্যবস্থা (Rule, Regulation, Law) 
Publicly:প্রকাশ্যে 
Put An End:বন্ধ করা 
Queue : সারি 
Quiet:শান্ত 
Quite:পুরোপুরি 
Quota:ভাগ, প্রপ্য বা প্রদেয় নির্ধারিত অংশ 
Ramp:এক স্তর থেকে অন্য স্তরে যাওয়ার ক্রমশ ঢালু হওয়া পথ, ডাকাতি, প্রতারণা, ঠকানো (A road that connects a freeway to a surface street or another freeway, Trick, Cheat) 
Rampant:প্রচণ্ড, অনিয়ন্ত্রিত 
Rampant:প্রচণ্ড, বাধাহীন, অনিয়ন্ত্রিত ( Reinless, unopposed) 
Ransom:মুক্তিপণ 
Ransom:মুক্তিপণ 
Rationalisation: যুক্তিভিত্তিক প্রক্রিয়া 
Realigned:পুনর্নির্মাণ করা 
Recall: পুনরায় ফিরে আনা, প্রত্যাহার 
Reconsidering:পুনর্বিচার করা 
Recruitment:সংগ্রহ 
Redolent:সুগন্ধ, ঘ্রাণ, আভাস। 
Refineries:শোধনাগার 
Refuse:প্রত্যাখ্যাত (Reject, Renounce, forswear) 
Regard:বিবেচনা 
Regardless:নির্বিশেষে, অগ্রাহ্য করে। 
Region : অঞ্চল 
Rehabilitation:পুনর্বাসন, 
Rein:নিয়ন্ত্রিত করা( Restrain) 
Reiterate:পুনরাবৃত্তি করা 
Reject:প্রত্যাখ্যান করা (Refuse, Abdicate) 
Relented:কোমল হত্তয়া, নরম হওয়া। 
Relentless:নিষ্করুণ, অবিরাম, নিরন্তর। 
Relevant:প্রাসঙ্গিক 
Relevant:প্রাসঙ্গিক 
Remain:থাকা 
Remembering:মনে করা, স্বরণ (Bearing in mind) 
Removal : অপসারণ 
Repair:মেরামত (Refit, Mending) 
Reportedly:জনশ্রুতি অনুযায়ী 
Reprehensible:নিন্দনীয় 
Reprehensible:নিন্দনীয় 
Reprehensible:নিন্দনীয়(Culpable condemnable) 
Reprehensible:নিন্দনীয়(Culpable condemnable) 
Representative:প্রতিনিধি 
Reproductive:জন্মদায়ক 
Rescue:উদ্ধার, মুক্তি ( Release, Recovery) 
Reserved:সংরক্ষিত 
Resist:প্রতিহত করা, বাধা দেয়া ( Cumber) 
Resisting:প্রতিরোধক 
Resonate: প্রতিধ্বনি সৃষ্টি করা 
Resort:অবলম্বন 
Respond:সাড়া দেওয়া 
Respondent:উত্তরদাতা, সাড়া দানকারী 
Restoration:পুনরূদ্ধার 
Reveal:প্রকাশ করা 
Revelation:উদ্ঘাটন, প্রকাশ (disclosure) 
Revise : সংশোধন করা, পুনরালোচন 
Ring Hollow: সংশয় দূর করেনা এমন। 
Ring: বাজান, চক্র, বৃত্ত (Group, cycle) 
Ritualist:আচারানুষ্ঠানিক 
Rival:প্রতিদ্বন্দ্বী (Opponent, Adversary) 
Role:ভূমিকা 
Run Over:চাপা দেওয়া 
Ruthless:নির্মম 
Saddened:মন: ক্ষুণ্ণ, দুঃখিত(Grieved, Disappointed) 
Sadistic: অন্যকে নির্যাতন করে আনন্দ অনুভব করা 
Sap:প্রাণরস, শুষে নেওয়া। 
Sawmill:করাতকল 
Scam:কেলেঙ্কারীতে 
Scourge: কোন কঠিন সমস্যার উৎস, মহামারী। 
Secular:ধর্মনিরপেক্ষ 
Seldom:কদাচিৎ 
Sermon:নৈতিক বক্তৃতা, ধর্মীয় উপদেশ, খোতবা 
Set Alight: প্রজ্বলিত করা 
Set On fire: জ্বলে উঠার কারণ। 
Severe:তীব্র 
Severity:নির্দয়তা, কঠিনতা (Seriousness) 
Shamed:লজ্জিত করান 
Shameful:লজ্জাজনক 
Shaming:লজ্জিত করান 
Sharply:রুঢ়ভাবে, প্রবলভাবে (Strongly) 
Shatter:ধ্বংস করা, চূর্ণ বিচূর্ণ করা, (Smash, Crumble up) 
Sheer:নিছক (Mere, undiluted) 
Sheer:নিছক, কেবল (Mere) 
Shocking:নিতান্ত, বেদনাদায়ক 
Shortcomings:ন্যুনতা, ত্রুটি, ভুল-ভ্রান্তি 
Skim off : আলাদা করা (to separate (the best part of something from the regular part) 
Slaughter:বধ, হত্যা 
Sloppy: যত্নহীন, উদাসীন, পঙ্কিল 
Slum: বস্তি 
Sorry state: শোচনীয় অবস্থা (Dire State) 
Speechless:নির্বাক, বাকশক্তিহীন ( Voiceless, Tacit) 
Spirit: চেতনা, উদ্দীপনা (Cognition, Enthusiasm) 
Sproute:অঙ্কুরিত হওয়া, গজানো, ( Germinate, Evolve) 
Squander: উড়ানো, খরচ করা (Waste) 
Stakeholder: ব্যবসায়ী, শেয়ারের মালিক 
Stance:ঢঙ, ভঙ্গি, অবস্থান, মতামত 
Stance:ঢঙ, ভঙ্গি, অবস্থান, মতামত 
Status quo : বর্তমান অবস্থা 
Steady:অবিচলিত, অটল। 
Steady:অবিচলিত, দৃঢ়, অটল (Persistent, unmoved) 
Stern: কঠোর, নিতম্ব 
Stipulate: চুক্তির শর্ত করা 
Stove:চুলা 
Stove:চুলা 
Strategy : কৌশল 
Strategy:কৌশল 
Stress: চাপ দেয়া, জোর করা,পীড়ন (Insist, force) 
Strike: আঘাত করা, বিদ্ধ করা, ধর্মঘট (Hit Beat, kill) 
Stringent:কঠোর 
Stubborn:একগুঁয়ে, অদম্য (Headstrong, obtrusive) 
Stupendous:বিস্ময়কর, বিপুল, বৃহদাকার ( Colossal, enormous) 
Subject to : অবস্থার শিকার 
Subsequently:পরবর্তীকালে 
Subtle:সূক্ষ্ম 
Sufficiency:পর্যাপ্ততা, সক্ষমতা(Competence, solvency) 
Sunk:নিমগ্ন (Absorbed, Drowned)
Survey:জরিপ (metering audit) 
Susceptible:সমর্থ 
Suspicion:সন্দেহ (Doubt, impeachment) 
Sustained:টেকসই 
Swiftly:দ্রুতগতিতে 
Symbolises:প্রতীক 
Tackle: সমাধান করার চেষ্টা করা। 
Take Into Account:বিবেচনা করা 
Take Into Consideration:বিবেচনা করা 
Teenager:কিশোর 
Temporary:অস্থায়ী (Transient) 
Tense: উত্তজনায় কঠিন। 
Terrifying:আতঙ্কজনক 
Terror:সন্ত্রাস ( Intense dread, fright, fear) 
Terrorism:সন্ত্রাসবাদ 
Theft:চুরি 
Timber:কাঠ 
Timeframe:সময়সীমার 
Toe: পায়ের অঙ্গুলী 
Tolerate:সহ্য করা (Endure, pass through) 
Torture:যন্ত্রণা, নির্যাতন। 
Toxic:বিষাক্ত 
Track Down:খুঁজে বের করা 
Tragedy: দুঃখজনক ঘটনা, 
Tragic:দুঃখজনক 
Transaction:লেনদেন 
Transnational:বহুজাতিক 
Trend:প্রবণতা 
Trendy: সমকালীন (Contemporary) 
Trickle:চুয়ানো, ধীরে ধীরে নির্গমন। 
Trigger: সূত্রপাত 
Turn Off:বন্ধ করা। 
Ultimately:পরিণামে 
Unadulterated:নিখাদ, নির্ভেজাল। 
Unbridled:অবাধ, (unbounded, reinless) 
Underage:কম বয়স 
Undernourished:অপুষ্ট 
Understandable:বোধগম্য 
Undertake:দায়িত্বগ্রহণ করা 
Underweight: স্বাভাবিক ওজনের চেয়ে কম 
Unethical:অনৈতিক 
Unfriendliness:অস্নেহ, প্রতিকুলতা 
Unfriendly: প্রতিকূল, অবন্ধুজনোচিত, অনাত্মীয়, (Adversity, Unfavorable)
Unfulfilled:অপূর্ণ 
Uniformity:অভিন্নতা, মিল, অসঙ্গতি 
Uninitiated:অদীক্ষিত, অনভিজ্ঞ 
Unique:অনন্য, অদ্বিতীয়, তুলনাহীন ( Beyond Compare) 
Unmindful:নিষ্ঠুর, অর্থহীন। 
Unnoticed:অলক্ষিত, না দেখা (Unsighted, Unseen) 
Unscrupulous:বিবেকহীন 
Unscrupulous:বিবেকহীন, নির্লজ্জ (bare-faced, immodest) 
Unstinted:অকৃপণ 
Untimely:অসময়ে (Prematurely, Early) 
Untoward:অবাঞ্চিত, অবাধ্য। 
Unwitting:অনিচ্ছাকৃত, অসতর্ক, অনভিপ্রেত (incognizance, unawre) 
Unyielding:অনমনীয়, দৃঢ়। 
Uphold: তুলে ধরা। 
Uphold:তুলে ধরা 
Upholders:পৃষ্ঠপোষক 
Upward:উর্ধ্বগামী, ক্রমোন্বত 
Urge: কামনা, আকাঙ্খা (A strong desire) 
Urge: কামনা, তাড়ন, (A strong desire) 
Usages:রীতিনীতি 
Utility:উপযোগ (Usefulness, Effectiveness) 
U-Turn: পিছনে মোড় নেয়া 
Vain:নিরর্থক, ব্যর্থ (Unsuccessful, Fruitless) 
Vendor:বিক্রেতা 
Vendor:বিক্রেতা 
Vendor:বিক্রেতা 
Ventilation:বায়ুচলাচল (Airspace) 
Ventured: ঝুঁকি লওয়া, সাহস করা। 
Verge:কিনারা, প্রান্তে 
Vibrant:স্পন্দনশীল 
Vigilant:সতর্ক 
Vigilant:সতর্ক, (Cautious) 
Violate:লঙ্ঘন করা 
Violence : জুলুম, হিংস্রতা, ( oppression, cruelty) 
Violence:হিংস্রতা, নির্যাতন, জুলুম (Ferocity, Cruelty, Oppression) 
Violent:হিংসাত্মক 
Volunteer:স্বেচ্ছাসেবক 
Vulnerable: অরক্ষিত 
Vulnerable: অরক্ষিত (Defenceless) 
Vulnerable: অরক্ষিত, Insecure, 
Wake Up:জেগে ওঠা 
Warehouse:গুদাম 
Welding:ঢালাই, হাতুড়ি দ্বারা কাজ করা 
well-Intention: সদিচ্ছা 
Well-made:সুসংস্কৃত (Properly constructed or manufactured) 
Whereby:যদ্দ্বারা 
Whilst:যতক্ষণ না 
Wilful:ইচ্ছাকৃত 
Withdrawal:প্রত্যাহার (Revocation, Removal) 
Woe:দু: খ 
Wonder:আশ্চর্য 
Worse:আরও খারাপ 
Worth:মূল্য