Life is a long journey where ups and downs are very common. So, don't get upset, just watch what you have next...
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬
Rahim's Education(সাধারণ____জ্ঞান)
♦নিবন্ধনের জন্য খুব গুরুত্বপুর্ণ ৬৮টি প্রশ্ন। শেয়ার করে রাখতে পারেন।
.....................................................
By>>>>>Abdur Rahim
#সাধারণ____জ্ঞান....
বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান :
1. > প্রাচীনকালে নোয়াখালী ও কুমিল্লাকে বলা
হত : সমতট।
2. > মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল : ৮নং
সেক্টরের অধীনে।
3. > যে সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য
বীরপ্রতীক খেতাব পান : আব্দুস সাত্তার।
4. > ছিয়াত্তরের মনন্তর হয়েছিল : ১১৭৬ সালে
(বাংলা)।
5. > ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায়
এসেছিল : পর্তুগীজরা।
6. > বাংলার প্রথম স্বাধীন নরপতি : শশাঙ্ক।
7. > বাংলাদেশের যে জেলায় পাট বেশি উৎপন্ন
হয় : রংপুর।
8. > যে সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম
হিসেবে স্বীকৃতি দেয়া হয় : অষ্টম।
9. > বাংলাদেশের সংবিধান কার্যকর হয় : ১৬
ডিসেম্বর ১৯৭২।
10. > বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন
কমিশনার : বিচারপতি এম.ইদ্রিস।
11. > সংবিধানের যে অনুচ্ছেদ বলে সরকারি কর্ম
কমিশন গঠিত হয় : ১৩৭ অনুচ্ছেদ।
12. > সরকারি কর্ম কমিশনের প্রথম মহিলা
চেয়ারম্যান : ড. জিন্নাতুন্নেছা তাহমিদা
বেগম।
13. > বাংলাদেশের প্রথম নৌবাহিনীর রণতরী :
বিএনএস পদ্মা।
14. > বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের
ডিজাইনার : এ এনএ সাহা।
15. > বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় : গারো
পাহাড়।
16. > বাংলাদেশের একমাত্র মুসলমান উপজাতি :
পাঙন।
17. > আয়তনে বাংলাদেশের বড় থানা : শ্যামনগর,
সাতক্ষীরা।
18. > বাংলাদেশের ‘পশ্চিমা বাহিনীর নদী’ বলা
হয় : ডাকাতিয়া বিলকে।
19. > শীতল পানির ঝরণা অবসি’ত : হিমছড়ি পাহাড়।
20. > বাংলাদেশের প্রথম আদমশুমারী হয় : ১৯৭৪
সালে।
21. > ‘জীবনতরী’ হলো একটি : ভাসমান হাসপাতাল।
22. > ‘ময়নামতির’ পূর্ব নাম : রোহিতগিরি।
23. > বাংলার প্রাচীন জনপদের মধ্যে সবচেয়ে
প্রাচীন জনপদ : পুন্ড্র।
24. > বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন
অনুষ্ঠিত হয় : ৭ মার্চ ১৯৭৩ সালে।
25. > বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি :
নাজমুন আরা সুলতানা।
26. > ‘মা ও মনি’ হলো : একটি ক্রীড়া
প্রতিযোগীতার নাম।
27. > বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী অবসি’ত :
কুমিল্লাতে।
28. > বাংলাদেশের প্রথম জাদুঘর : বরেন্দ্র জাদুঘর,
রাজশাহী।
29. > বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা
ইনষ্টিটিউট অবসি’ত : ময়মনসিংহে।
30. > বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভ্রুণ বদল
করা হয় : ৫ মে ১৯৯৫।
31. > বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন : মেজর
জেমস রেনেল।
32. > বাংলাদেশের যে দ্বীপে বাতিঘর আছে :
কুতুবদিয়া।
33. > বাংলার নাম জান্নাতাবাদ রাখেন : সম্রাট
হুমায়ুন।
34. > মুক্তিযুদ্ধকালে যে সেক্টরে কোন নিয়মিত
সেক্টর কমান্ডার ছিল না : ১০ নং সেক্টর।
35. > ঢাকা সেনানিবাস’ মুক্তিযুদ্ধ যাদুঘরের নাম :
বিজয় কেতন।
36. > সংসদের কাষ্টিং ভোট বলা হয় : স্পীকারের
ভোটকে।
37. > বাংলাদেশের একমাত্র সিকিউরিটি
প্রিন্টিং প্রেস : গাজীপুর।
38. > মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর ছিল : ২নং
সেক্টরের অধীনে।
39. > বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন :
ইলিয়াছ শাহ্।
40. > বাংলাদেশের ক্রীড়া সংগীতের রচয়িতা :
সেলিনা রহমান।
41. > বাংলাদেশের সংবিধান রচনা কমিটির
প্রধান ছিলেন : ড. কামাল হোসেন।
42. > উপমহাদেশে রেল চলাচল শুরু হয় : ১৮৫৩ সালে।
43. > চিম্বুক পাহাড়ের পাদদেশে বাস করে : মারমা
উপজাতি।
44. > মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত : সেগুনবাগিচা,
ঢাকা।
45. > ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় : ৬
ডিসেম্বর ১৯৭১।
46. > স্বাধীনতার প্রথম ডাকটিকিটে ছিল :
বাংলাদেশের মানচিত্র।
47. > পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় :
২ ডিসেম্বর ১৯৯৭।
48. > বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন : কুদরত-ই-
খুদা কমিশন।
49. > বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ :
সেন্টমার্টিন।
50. > ‘সোনারগাঁও’ এর পুরাতন নাম : সুবর্ণগ্রাম।
51. > মায়ানমার এর সাথে বাংলাদেশের সীমান-
রয়েছে : ৩টি জেলার।
52. > বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য : ৭১১ কি. মি.।
53. > তেভাগা আন্দোলনের নেত্রী : ইলা মিত্র।
54. > লালবাগ কেল্লা নির্মাণ করেন : শায়েস্তা
খান।
55. বিগত পরীক্ষার প্রশ্ন:
56. > বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনষ্টিটিউট
অবস্থিত : ঈশ্বরদী।
57. > বাংলাদেশের পোস্টাল একাডেমী অবস্থিত :
রাজশাহী।
58. > ঢাকায় বাংলার সর্বপ্রথম রাজধানী হয় : ১৬১০
সালে।
59. > হরিপুরে তেলক্ষেত্র আবিষকৃত হয় : ১৯৮৬ সালে।
60. > বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম : শেখ
মুজিবুর রহমান।
61. > বাকল্যান্ড বাঁধ যে নদীর তীরে অবস্থিত :
বুড়িগঙ্গা।
62. > দহগ্রাম ছিটমহল যে জেলায় অবস্থিত :
লালমনিরহাট।
63. > বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন :
সম্রাট আকবর।
64. > মিশুকের স্থপতি : হামিদুজ্জামান খান।
65. > ‘মুজিব নগর’ অবস্থিত : মেহেরপুর জেলায়।
66. > ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ হলো :
বঙ্গোপসাগরের একটি খাদ্যের নাম।
67. > বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় : ১৯৫৫
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন